জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে, ১৮ হাজার ৮৪৯ জন। তাদের চেয়ে সামান্য পিছিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিতে ইতোমধ্যেই প্রাণহানির সংখ্যা ১৮ হাজার ৬৯৩ জনে পৌঁছেছে।
ইতালিতে এরইমধ্যে কমতে শুরু করেছে মহামারির প্রকোপ। শুক্রবার দেশটিতে মারা গেছেন ৫৭০ জন, যা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে কম। ঠিক বিপরীত চিত্র যুক্তরাষ্ট্রের। শুক্রবারও দেশটিতে প্রাণ গেছে প্রায় দুই হাজার মানুষের।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নিউইয়র্ক সিটিতে, ৫ হাজার ৮২০ জন। এরপর নাসাউতে ৭২৩, ওয়েনে ৬০৯, সাফোল্কে ৪১৪, কুক শহরে ৩৯৯, বারজেনে ৩৯০ ও ওয়েস্টচেস্টারে ৩৮৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন।
দেশটিতে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৭৭ জন।