করোনায় ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে, মৃত্যুতে ইতালিকেও হার মানাচ্ছে

করোনায় ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে, মৃত্যুতে ইতালিকেও হার মানাচ্ছে
গত কয়েক সপ্তাহে করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে, যা সারাবিশ্বের মধ্যেই সর্বোচ্চ। এছাড়া মৃতের সংখ্যাতেও শিগগিরই শীর্ষে ওঠার পথে রয়েছে তারা।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে, ১৮ হাজার ৮৪৯ জন। তাদের চেয়ে সামান্য পিছিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিতে ইতোমধ্যেই প্রাণহানির সংখ্যা ১৮ হাজার ৬৯৩ জনে পৌঁছেছে।

ইতালিতে এরইমধ্যে কমতে শুরু করেছে মহামারির প্রকোপ। শুক্রবার দেশটিতে মারা গেছেন ৫৭০ জন, যা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে কম। ঠিক বিপরীত চিত্র যুক্তরাষ্ট্রের। শুক্রবারও দেশটিতে প্রাণ গেছে প্রায় দুই হাজার মানুষের।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নিউইয়র্ক সিটিতে, ৫ হাজার ৮২০ জন। এরপর নাসাউতে ৭২৩, ওয়েনে ৬০৯, সাফোল্কে ৪১৪, কুক শহরে ৩৯৯, বারজেনে ৩৯০ ও ওয়েস্টচেস্টারে ৩৮৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

দেশটিতে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৭৭ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না