আল্লামা শফী হাসপাতালে

আল্লামা শফী হাসপাতালে
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে শনিবার (১১ এপ্রিল) বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হেফাজত ইসলামের আমিরের একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আল্লামা শফীকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রায় ১০৩ বছরের বেশি বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছরে আগেও কয়েক দফা অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

এদিকে হেফাজত আমীর করোনায় আক্রান্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে, যা সত্য নয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তাঁর একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, আল্লামা শফীর করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই এ ধরনের ভ্রান্ত তথ্য বা গুজবে কান না দিয়ে আল্লামা শফীর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শফিউল আলম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু