এর মধ্যেও কিছু জনপ্রতিনিধির দায়িত্ব জ্ঞানহীন কর্মকান্ড সচেতন মহলের নজরে এসেছে। সম্প্রতি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারীর ত্রাণ দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সেই ত্রান দিয়ে সেই দৃশ্যে দেখা যায়, ত্রাণ দেওয়ার জন্য তিনি বহু মানুষকে গিঞ্জিরিভাবে এক জায়গায় জড়ো করেছেন। ত্রাণ নিতে আসা মানুষগুলোর মুখে কিংবা হাতে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম নেই। একজন থেকে আরেকজনকে নিরাপদ দূরত্বেও দাঁড় করানো হয়নি। একজন আরেকজনের গায়ে গা ঘেঁষে এমনভাবে দাঁড়িয়েছে যেন একজনের শরীরে ভাইরাস থাকলে তা সহজের অন্যের শরীরে সংক্রমণ হতে পারে।
এ নিয়ে ফেইসবুকে নেতিবাচক মন্তব্যে ভাইরাল হয়েছে। এলাকার শিক্ষিত ও সচেতন নাগরিকরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে আলাউদ্দিন বেপারী অর্থসংবাদকে বলেন, ‘আমরা সরকারের নির্দেশনা মেনেই ত্রান দিয়েছি। গ্রামাঞ্চলে একটু ত্রুটি হতেই পারে কিন্তু আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়?’