বিসিক চট্টগ্রাম অঞ্চলের উপমহাব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরী বলেন, এ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা উদ্যোক্তার গুণাবলি, ব্যবসায় ধারণা চিহ্নিতকরণ, মাইক্রোস্ক্রিনিংয়ের মাধ্যমে প্রকল্প চিহ্নিতকরণ, SWOT Analysis, বাজার জরিপ, ব্যবসায় পরিকল্পনা প্রস্তুতকরণ, বিসিক থেকে ঋণপ্রাপ্তির নিয়মকানুন ইত্যাদি সম্পর্কে জেনেছেন; যা অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মজীবনে প্রয়োগ করতে পারবেন।
সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন বিসিক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক বাবুল চন্দ্র নাথ। এ সময় অন্যদের মধ্যে তানিজা জাহান, রূপঙ্কর নাথ, তানজিলুর রহমান, চৌধুরী আহাদ মাহমুদ, আমিন উর রশিদ শাহ্ উপস্থিত ছিলেন।