মৃত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের মাঝে জনতা ব্যাংকের চেক বিতরণ

মৃত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের মাঝে জনতা ব্যাংকের চেক বিতরণ
কোভিড-১৯ প্রাদুর্ভাবের মধ্যেও ঝুঁকি নিয়ে ব্যাংকিং সেবা অব্যাহত রেখে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের মাঝে আর্থিক ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর, ২০২১) ব্যাংকের প্রধান কার্যালয়ে করোনায় মৃত্যুবরণকারী ১২ জন কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের কাছে মোট ৫ কোটি ৮৭ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেন ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ।

ব্যাংকের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, নিজের জীবনের ঝুঁকি সত্ত্বেও কোভিড-১৯ মহামারিতে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে ও সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে আমাদের সকল শাখা চালু রেখেছি। আমাদের ব্যাংক কর্মীরা ঘরে বসে না থেকে বীরত্বের সাথে ব্যাংকিং সেবা অব্যাহত রেখেছেন। কোভিড যুদ্ধে আমরা আমাদের অনেক প্রিয় সহকর্মীদের হারিয়েছি। এ শোক মেনে নেওয়া খবুই কষ্টের, বেদনাদায়ক। পরিবার ও ব্যাংক যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা অপূরণীয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ক্ষতিপূরণের অর্থ মৃত্যুবরণকারী কর্মীদের পরিবারের মাঝে তুলে দিতে পারায় আমাদের দুঃখ কিছুটা লাঘব হবে।

ব্যাংকের এইচআরডির জিএম মোঃ আনোয়ার হুসাইনের সভাপতিত্বে ডিএমডি মোঃ আব্দুল জব্বার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় প্রধান কার্যালয়ের জিএম, ডিজিএম ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন