সোমবার (১ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার, মো. মাহবুবুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুইঁয়া, অর্থমন্ত্রনালয়ের সহকারী সচিব।
এছাড়া আরও বক্তব্য দেন মোহাম্মদ হোসাইন, পিএইচডি, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর একেএম মোখলেসুর রহমান এবং অর্থমন্ত্রনালয়ের সিনিয়র আইটি পরামর্শক মো. শরীফুর
রহমান।
রেজিষ্টার্ড আই-ব্যাংকিং ব্যবহারকারীরা এ সেবার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি ফি, ই-পাসপোর্ট ফি, ট্যাক্স এবং ভ্যাট পরিশোধ করতে পারবেন।