গত মাসে বিনিয়োগকারীরা হারিয়েছে ২২ হাজার কোটি টাকা

গত মাসে বিনিয়োগকারীরা হারিয়েছে ২২ হাজার কোটি টাকা
অক্টোবর মাসে বিনিয়োগকারীরা ২২ হাজার কোটি টাকা হারিয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে বিনিয়োগকারীরা সাড়ে ২৩ হাজার কোটি টাকা মূলধন ফিরে পেয়েছিলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সেপ্টেম্বর মাসের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকায়। আর অক্টোবর মাসের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫৯ হাজার ৫২৩ কোটি ৬৩ লাখ ৭২ হাজার টাকায়। অর্থাৎ মাসের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২২ হাজার ১৯ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার টাকা বা ৩.৭৯ শতাংশ হারিয়েছে বিনিয়োগকারীরা।

এদিকে সেপ্টেম্বর মাসে ডিএসইর সব সূচক কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স অক্টোবর মাসে ৩২৮.০৯ পয়েন্ট বা ৪.৪৮ শতাংশ কমে ৭০০০.৯৪ পয়েন্ট দাঁড়ায়। সেপ্টেম্বর মাসের শেষ কার্যদিবস এই সূচকটি সাত হাজার ৩২৯.০৩ পয়েন্টে ছিল।

সেপ্টেম্বর মাসের শেষ কার্যদিবস শরিয়াহ সূচক ছিল এক হাজার ৫৯২.০৯ পয়েন্টে। যা অক্টোবর মাসে ১২১.৬০ পয়েন্ট বা ৭.৬৪ শতাংশ কমে এক হাজার ৪৭০.৪৯ পয়েন্টে দাঁড়ায়।

আর ডিএসই-৩০ সূচক অক্টোবর মাসে ৮৯.৯৩ পয়েন্ট বা ৩.৩২ শতাংশ কমে শেষ কার্যদিবসে দাঁড়ায় দুই হাজার ৬২০.৫৯ পয়েন্টে। সেপ্টেম্বর মাসের শেষ কার্যদিবস এই সূচকটি ছিল দুই হাজার ৭১০.৫২ পয়েন্টে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন