তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ইসলামি আমিরাত সব নাগরিক, দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এখন থেকে আফগান মুদ্রায় সব লেনদেন পরিচালনা করতে এবং বিদেশি মুদ্রা ব্যবহার থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দিচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, কেউ এ আদেশ লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর আন্তর্জাতিক আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় তীব্র সংকটে রয়েছে আফগান অর্থনীতি। আফগানিস্তানের ব্যবসা-বাণিজ্যে মার্কিন ডলার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আফগানিস্তানের প্রতিবেশী যেমন পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বাণিজ্যের জন্য প্রায়ই ডলার ব্যবহৃত হয়।
আগস্টে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানের বিলিয়ন ডলারের বৈদেশিক সম্পদ মার্কিন ফেডারেল রিজার্ভ ও ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে জব্দ করা হয়। তীব্র নগদ সংকটে রয়েছে দেশটি। অর্থনৈতিক সংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে তা মানবিক সংকটে রূপ নিয়েছে। তালেবান আফগানিস্তানের জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
গত মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করে বলেছে, দেশটির অর্থনীতি এ বছর ৩০ শতাংশ সংকুচিত হতে পারে, যা লাখো মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে এবং মানবিক সংকট সৃষ্টি করতে পারে।