নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা লক্ষ্মীপুরে কাজ করছেন। আর প্রতিদিনই চলার পথে তারা দরিদ্র জনগোষ্ঠীর কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
বুধবার রাতে লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দায়িত্ব পাওয়ার পর থেকে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় জনসমাগম ও সঙ্গরোধ নিশ্চিত করতে কাজ করা হচ্ছে । গত চার দিন ধরে টহলরত অবস্থায় ১২০ জনকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করা হবে। সদর উপজেলা থেকে এই ক্যাম্পের কাজ শুরু হবে।
সূত্র জানায়, সেনাবাহিনীর উদ্যোগে গত চার দিনে জেলার সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার ১২০ জন দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিদিন ৩০ জনের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এতে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি তেল ও দুইটি সাবান রয়েছে।
এদিকে সঙ্গরোধ নিশ্চিত করে কেনাকাটা করতে বিভিন্ন বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানের সামনে সুরক্ষা বৃত্ত এঁকে দেওয়া হয়েছে। বাজারে বাজারে জীবাণুনাশক স্প্রে করেছেন সেনা সদস্যরা।