মাগুরাকে করোনা জীবাণুমুক্ত হিসেবে ধরে রাখতে শহরের প্রবেশমুখে ভায়নার মোড় ও্ ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনী কর্তৃক স্থাপিত টানেল দুটির অর্থায়নে রয়েছে মাগুরা পৌর কর্তৃপক্ষ।
এ বিষয়ে মাগুরায় দায়িত্বরত যশোর সেনানিবাসের ২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল আতিফ সিদ্দিকী জানান, মাগুরা স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে টানেলে ক্ষারযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করা হয়েছে। এতে করে বাইরে থেকে কেউ শহরে প্রবেশ করলেও তাকে জীবাণুমুক্ত হয়েই ঢুকতে হবে।
এর মাধ্যমে শহরটিকে মহামারী থেকে রক্ষার একটি উপায় তৈরির চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।