কর্পোরেট গভর্নেন্সে সেরা ব্র্যাক ব্যাংক

কর্পোরেট গভর্নেন্সে সেরা ব্র্যাক ব্যাংক
কর্পোরেট গভর্নেন্সে দেশের সেরা ব্যাংকের স্বীকৃতি পেয়েছে ব্র্যাক ব্যাংক। ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘৮ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ডে’ জেনারেল ব্যাংকিং ক্যাটেগরিতে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।

রোববার (১২ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্র্যাংক ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম মাসুদ রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং আইসিএসবি এর প্রেসিডেন্ট মোজাফ্ফর আহমেদ।

কর্পোরেট গভর্নেন্সে উৎকর্ষতার জন্য দেশ সেরা প্রতিষ্ঠানসমূহকে প্রতি বছর আইসিএসবি অ্যাওয়ার্ড দেওয়া হয়। সর্বোচ্চ মার্কেট ক্যাপিটালাইজেশন, সর্বোচ্চ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের শেয়ারহোল্ডিং এবং দেশ সেরা ক্রেডিট রেটিং ব্র্যাক ব্যাংক এর উচ্চমানের ব্যবস্থাপনা ও কর্মদক্ষতার প্রতিফলন বহন করে। গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজের (জিএবিভি) এর সদস্য হিসেবে টেকসই ও মূল্যবোধ ভিত্তিক ব্যাংকিংয়ে জোর দেয় ব্র্যাংক ব্যাংক।

এ পুরস্কার অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “সুশাসন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও স্বচ্ছতা ব্র্যাক ব্যাংকের বিজনেস মডেলের মূলমন্ত্র। ধারাবাহিক আর্থিক সাফল্য ও সুশাসনের জন্য বাংলাদেশের আর্থিক খাতে অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় সব আর্থিক সূচক ও মানদন্ডে ব্র্যাক ব্যাংক লোকাল ব্যাংকিং ইন্ডস্ট্রিতে অগ্রগামী অবস্থানে আছে। সুশাসন ও মূল্যবোধ ভিত্তিক ব্যাংকিংয়ে স্থাপন করেছে অনন্য দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “আইসিএসবির এই স্বীকৃতিটি দেশের সেরা ব্যাংক হওয়ার পথচলায় আমাদের অনুপ্রাণিত করবে। আমাদের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখার জন্য ব্যাংকের সম্মানিত গ্রাহক এবং স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের অবিচল আস্থার জন্যই আমরা এ অবস্থানে আসতে পেরেছি।’’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি