সোমবার (২৭ ডিসেম্বর) রাতে জয়নাল হাজারীর বাড়িতে যান ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিদারুল কবির রতন, ছাগলানাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকনসহ স্থানীয় নেতা-কর্মীরা।
নিজাম হাজারী বলেন, জয়নাল হাজারীর মৃত্যুতে পুরো ফেনীবাসী শোকাহত। আমি ব্যক্তিগতভাবেও খুব শোকাহত। তিনি রাজনৈতিক নেতা ছাড়াও আমাদের পারিবারিক অভিভাবক ছিলেন। তিনি এই অঞ্চলের আওয়ামী লীগের প্রবীণ নেতা। তার মৃত্যুতে আমাদের মাঝে শূন্যতা সৃষ্টি হয়েছে। মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করছি। আমরা জেলা আওয়ামী লীগ তিন দিনের শোক প্রস্তাব গ্রহণ করেছি।
বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর জানাজা সকাল ১০টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এছাড়াও পারিবারিকভাবে আজ বিকেল সাড়ে ৪ টায় ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জয়নাল হাজারীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ফেনীর মুজিব উদ্যানে তাকে দাফন করা হবে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ বলেন, জয়নাল হাজারীর অবদান বলে শেষ করা যাবে না। তিনি একজন ত্যাগী আওয়ামী লীগ নেতা ছিলেন। তিনি সারাজীবন দলের জন্যই লড়ে গেছেন।