বিনা সুদে ঋণ পেতে ঢাকা বারের ৭৫০০ আইনজীবীর আবেদন

বিনা সুদে ঋণ পেতে ঢাকা বারের ৭৫০০ আইনজীবীর আবেদন
করোনা সংক্রমণের প্রেক্ষাপটে আদালতের বিচারকাজ অনেক দিন থেকেই বন্ধ। এ অবস্থায় চরম আর্থিক সংকটে পড়া আইনজীবীদের বিনা সুদে দুই বছর মেয়াদি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)।

করোনার প্রভাবে কতটা দুর্বিষহ দিন পার করছেন আইনজীবীরা তা বোঝা যায় ঋণ নেওয়ার অসংখ্য আবেদনে। ঢাকা বারের নেতৃবৃন্দ জানান, এখন পর্যন্ত সাত হাজার ৫১১ জন তালিকাভুক্ত আইনজীবী ঋণের জন্য আবেদন করেছেন। একটি সমন্বয় কমিটির মাধ্যমে আবেদনগুলো যাচাই- বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে ঋণ দেওয়া হবে বলে জানান তারা।

গত ১৩ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় ঋণ দেয়ার এ সিদ্ধান্ত হয়। সোমবার ছিল আবেদন জমা দেয়ার শেষ সময়।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, বেশির ভাগ আইনজীবীদের আয় রোজগার হয় দৈনিক মামলার ভিত্তিতে। আদালতের কার্যক্রম বন্ধ থাকায় তাদের আয় নেই।

ইকবাল হোসেন বলেন, আমাদের মনে হয়েছিল হয়তো দেড় থেকে ২ হাজার আবেদন জমা পড়বে। কিন্তু আইনজীবীদের বড় একটা অংশ কতটা দুর্বিষহ দিন পার করছেন তা আবেদনের সংখ্যাতেই বোঝা যাচ্ছে।

তিনি বলেন, প্রতিনিয়তই আইনজীবীরা ফোন করে ঋণ চাইছেন। অনেকেই বাসা ভাড়া দিতে পারছেন না। স্ত্রী, সন্তান নিয়ে কষ্টে দিন পার করছেন। আমরা ভেবেছিলাম অপেক্ষাকৃত নবীন আইনজীবীরা বোধ হয় বেশি কষ্টে আছেন। কিন্তু দেখা গেছে যারা ২০/ ২৫ বছর ধরে আদালতে প্র্যাকটিস করছেন এমন আইনজীবীরাও খুব কষ্টে দিন পার করছেন।

দু একদিনের মধ্যে সমিতির সাবেক ও বর্তমান আইনজীবী নেতাদের নিয়ে বৈঠক করে জরুরি ভিত্তিতে ঋণ অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান ইকবাল হোসেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৩১ দিনের সাধারণ ছুটি চলায় আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। এশিয়ার বৃহত্তম বার হিসেবে খ্যাত ঢাকা বারে ২৫ হাজারের কিছু বেশি তালিকাভুক্ত আইনজীবী রয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার সম্পদ অবরুদ্ধের আদেশ
এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান হত্যা মামলায় গ্রেফতার
দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ পৃথক করলো সরকার
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান
ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যানের পরিবারের ১৪৬ হিসাব খতিয়ে দেখবে দুদক
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
শেখ হাসিনার বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ