ওই আগুনের গোলা যেখানে দেখা গেছে সেই কেম্ব্রিজশায়ারের মানুষও চমকে গিয়েছিলেন। অলীক এই আগুনের গোলার দিকে আবার ধোঁয়ার একটি লেজও রয়েছে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, প্রাকৃতিক কারণে এমনটি দেখা গেছে।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বস্তুটি সর্বপ্রথম লক্ষ্য করেন গেরি আন্ডারউড নামে এক ব্যক্তি। এর আগে আকাশে তারা খসা দেখলেও এমন অদ্ভুত লালচে আভা কখনও দেখেননি। তার মতে, আগুনের আভাটি যেন মনে হচ্ছিল ঘুরছে।
বেশ কিছুক্ষণ আকাশে ভেসে থাকার পর সেটি উধাও হয়ে যায়। গেরি বলেন, উল্কা তাড়াতাড়িই বিলীন হয়ে যায়। কিন্তু এটি প্রায় ১০-২০ মিনিট আকাশে ভেসে থাকার পর হারিয়ে যায়।
ছবি দেখে বোঝা যায়, বস্তুটি আকারে বেশ বড়। যদিও এখনও জানা যায়নি, বস্তুটি কী? দ্যা এক্সপ্রেস ইউকে জানিয়েছে, ‘এখন একটি সম্ভাব্য তত্ত্বের প্রস্তাব করছে ন্যাশনাল স্পেস একাডেমি। যেখানে বলা হয়েছে, বস্তুটি উচ্চ উচ্চতার জেটের নিচের দিকের অংশ।’
তবে অনেকে বলছেন, তা সূর্যরশ্মির প্রতিফলনও হতে পারে। পাশাপাশিই তাদের বক্তব্য, সূর্যাস্তের সময় দেখা মিলতে পারে এমন বস্তুর।