রবিবারও সিলেটের কাপনাকান্দি এলাকায় এ খাদ্য সমাগ্রি বিতরন করা হয় এসআইএন্ডটির ব্যবস্থাপনায়।
কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে সেনা সদরের নির্দেশক্রমে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর অন্তর্ভুক্ত প্রশিক্ষণ সেন্টার ও প্রতিষ্ঠানসমূহ বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থ জনসাধারণের জরুরী সাহায্য হিসেবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্টডকের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে ২০০০ পরিবারকে শুকনো খাবার, মাস্ক এবং ১০০০টি হ্যান্ড সানিটাইজার বিতরণ করা হয়েছে।
এছাড়াও সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধ ও সহায় সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা প্রদানও অব্যাহত চলছে।