টিকা পেলেন দেশের ১৬ কোটির বেশি মানুষ

টিকা পেলেন দেশের ১৬ কোটির বেশি মানুষ
দেশে করোনার টিকা গ্রহণকারীর সংখ্যা প্রায় সোয়া ১৬ কোটি। গত বছরের (২০২১ সালের) ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট টিকা নিয়েছেন ১৬ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৭৯১ জন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৯ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ৪৫০ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ কোটি ২৭ লাখ ৪ হাজার ৫৫ জন। এছাড়াও বুস্টার ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ১৬ লাখ ৭০ হাজার ২৭৬ জন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে টিকাদান কর্মসূচি শুরুর দিকে শুধুমাত্র ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হতো। পরবর্তীতে পর্যায়ক্রমে ফাইজার, মর্ডানা, সিনোফার্ম এবং সিনোভ্যাকের টিকা দেওয়া শুরু হয়।

রাজধানীসহ সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৯ লাখ ৭১ হাজার ২৯৭ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৩০৯ জন। এছাড়াও দ্বিতীয় ডোজের ৫ লাখ ৮৫ হাজার ৪০৪ জন এবং বুস্টার ডোজের টিকা নিয়েছেন ৯২ হাজার ৪৮৪ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২৯৫ জন ও নারী এক লাখ ৪৮ হাজার ১৪ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ দুই লাখ ৮১ হাজার ৫৬৫ জন ও নারী তিন লাখ ৩ হাজার ৮৩৯ জন। এছাড়াও বুস্টার ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৭ হাজার ১৮৬ জন পুরুষ ও ৩৫ হাজার ৩৯৮ জন নারী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা