করোনাকালে ‍উবারের আয় ৭৬৮ কোটি টাকা

করোনাকালে ‍উবারের আয় ৭৬৮ কোটি টাকা
চলমান করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার আভাস দিল মার্কিন বহুজাতিক পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবার টেকনোলজিস। সর্বশেষ প্রান্তিকে ৮৯.২ কোটি মার্কিন ডলার আয় করেছে কোম্পানিটি। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৭৬৮ কোটি টাকা।

সান ফ্রান্সিসকো ভিত্তিক কোম্পানিটির রাইড সার্ভিস, ফুড ডেলিভারি ও পণ্য পরিবহনের চাহিদা বেড়েছে। এক বছর আগের একই সময়ের চেয়ে এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় বেড়েছে তিন গুণেরও বেশি।

এক বছর আগের চেয়ে মাসিক ব্যবহারকারী, বুকিং এবং ট্রিপও বেড়েছে উবারের। প্রতিষ্ঠানটির মোট আয় ৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮০ কোটি মার্কিন ডলার।

উবারের প্রধান নির্বাহী দারা খোশরেশাহী বলছেন, মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত আমরা কতটা এগিয়েছি এখন তা বোঝা যাচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট আমাদের ব্যবসায় খারাপ প্রভাব ফেলতে শুরু করে। কিন্তু এরইমধ্যে ব্যবসায় গতি ফিরেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গড় বুকিং বেড়েছে ২৫ শতাংশ।

তিনি আরও বলেন, অবশ্যই, কোভিড আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। কিন্তু আমরা এ ভাইরাসকে পাশে রেখেই বেঁচে থাকা যত শিখে যাব, এর প্রভাব তত কমতে থাকবে। এখন লকডাউনগুলো আগের চেয়ে শিথিল হয় আর বিশ্বের সবখানেই টিকা পৌঁছে গেছে।

শেষ প্রান্তিকে উবারে নতুন করে ৩ লাখ ২৫ হাজার কর্মী যুক্ত হয়েছেন। এর ফলে প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখের কাছাকাছি; ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের পর যা সর্বোচ্চ। উবারের শেয়ার দরও ৫.৮ শতাংশ বেড়েছে। -এএফপি

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা