শনিবার দুপুরে ঢাকার জনসন রোডে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে এইচডিইউ ইউনিট এর উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিষ্ঠানটির সভাপতি অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদসহ অন্যরা।
উদ্বোধন শেষে মানোয়ার হোসেন বলেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে আগত রোগীদের উন্নত সেবা দেয়ার লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্স এ অর্থায়ন করেছে। এর মাধ্যমে সেবার মান আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।
এদিকে, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি বলেন, বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিত্তশালীদের অবদানের কারনে দেশ এগিয়ে যাচ্ছে; হাসপাতালে দেয়া বাংলাদেশ ফাইন্যান্সের অনুদানে তা প্রমাণিত। দেশকে এগিয়ে নিতে সমাজের অন্যান্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গেলো ২০২১ সালের আগস্ট মাসে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মারা যান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ তাঁকে স্মরণীয় করে রাখতেই এইচডিইউ ইউনিট এর নাম আলহাজ্ব আনোয়ার হোসেন এইচডিইউ ইউনিট রাখা হয়েছে বলে জানান আয়োজকেরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হোসেন মেহমুদ, গ্রুপ নির্বাহী পরিচালক হোসেন আখতার, আলহাজ্ব আনোয়ার হোসেন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মাহবুবুল হক, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ শামসুর রহমান , ব্যবস্থাপনা বোর্ডের পরিচালক ও সদস্য সচিব অধ্যাপক ব্রি. জে. (অব) ডাক্তার ইফফাত আরা, ব্যবস্থাপনা বোর্ডের সদস্য জিন্নাতুল বাকিয়া এমপিসহ বোর্ডের অন্যান্যরা।