সোমবার (৭ মার্চ) সকালে সদর উপজেলার বাংগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রহিজ উদ্দিন সদর উপজেলার বেতিলা ইউনিয়নের নালড়া গ্রামের গাজী নাসির উদ্দিনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাইসাইকেলে করে কর্মস্থল বিটি ব্রিকসে যাচ্ছিলেন রহিজ। পথে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।