‘মার্চের মধ্যে স্থিতিশীলতা তহবিলে টাকা না দিলে জরিমানা’

‘মার্চের মধ্যে স্থিতিশীলতা তহবিলে টাকা না দিলে জরিমানা’
পুঁজিবাজারে তালিকাভুক্ত যে সব কোম্পানি এখনো পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে অবণ্টিত লভ্যাংশ জমা করেনি, তাদেরকে আগামী ৩১ মার্চের মধ্যে তা জমা করতে হবে। এই সময়ের মধ্যে তা জমা না করলে সংশ্লিষ্ট কোম্পানিকে বড় আকারের জরিমানা করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

মঙ্গলবার (১৫ মার্চ) পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল (সিএমএসএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমএসএফ’র চেয়ারম্যান মোঃ নজীবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএমএসএফ’র বোর্ড অব গভর্নরস এর সদস্য এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসসিইসি’র কমিশনার অধ্যাপক ড. সামসুদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আজম জে চৌধুরী।

দেশের পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) গঠন করে বিএসইসি। সেকেন্ডারি মার্কেটে তারল্য প্রবাহ বাড়াতে ফান্ডটি থেকে আইসিবি’র মাধ্যমে প্রাথকিমভাবে ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়।

পুঁজিবাজার স্থিতিশীল তহবিল থেকে এখন পর্যন্ত ২৫০ কোটি টাকা বিনিয়োগের নির্দেশ দিয়েছে বিএসইসি। এর মধ্যে ২০০ কোটি টাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে এবং বাকি ৫০ কোটি টাকার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয় বলে জানায় বিএসইসির একটি সূত্র। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) গঠন করার পর এটি পরিচালনায় জারি করা হয়েছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড রুলস। নীতিমালা অনুযায়ী একটি কমিটিও গঠন করে দিয়েছে বিএসইসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত