গাজীপুরে দুর্বৃত্তদের গুলিতে তরুণ আহত

গাজীপুরে দুর্বৃত্তদের গুলিতে তরুণ আহত
গাজীপুরের শ্রীপুরে শবে বরাতের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে শিহাব হোসেন (২৩) নামের এক তরুণকে গুলি করেছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

শুক্রবার (১৮ মার্চ) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ শিহাব জেলার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।

ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিহাবের বাবা নজরুল ইসলাম জানান, রাত পৌনে ৮টার দিকে বন্ধুদের নিয়ে শবে বরাতের নামাজ পড়তে বাড়ির পাশে মসজিদে যাচ্ছিল শিহাব। এ সময় কয়েক যুবক তিন-চারটি মোটরসাইকেলে এসে শিহাবের গতিরোধ করে প্রথমে একটি গুলি চালায়, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে কাছ থেকে আরেকটি গুলি ছুড়লে সেটি শিহাবের বাম বুকে গিয়ে লাগে।

তিনি আরো জানান, যারা গুলি করেছেন তাদের কয়েকজনকে চিনতে পেরেছে শিহাব। তাদের নামও বলেছে। পূর্ব বিরোধের জেরেই হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা