অবুঝ শিশুর বিফল চেষ্টা

অবুঝ শিশুর বিফল চেষ্টা
তিন বছরের অবুধ শিশু হামিদ। সে জানে না তার অন্যতম খেলার সাথি আল্-আমিন না ফেরার দেশে চলে গেছ। সকাল থেকেই ভিষণ জ্বরে ভুগছিলেন আল্-আমিন। আনুমানিক বিকেল ৩টার দিকে সে মারা যান। তবে অবুঝ শিশু হামিদ এখনো কিছুই বুঝে উঠেনি। তাইতো আল-আমিনের লাশের দিকে বার বার খাবার-পানি এগিয়ে দিচ্ছে খাবার জন্য। শিশুটির ভাবনা হয়তো তার খাবার আল-আমিন গ্রহণ করে তাকে আদর করবে।

ঘটনাটি শনিবরা (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে খোদ রাজধানীতে এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। এসময় অনেকেই শিশুর এমন আচরেণর দিকে বার বার অপলক দৃষ্টিতে দেখছিলো।

আল-আমিন রাজধানীর শাপলাচত্বর ফুটওভার ব্রীজের ওপর রাতে থাকতো। গত কয়েকদিন ধরে সে অসুস্থ ছিলো।

মতিঝিলে দায়িত্বরত পুলিশের এক উপ-পরিদর্শক জানান, আমরা ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পক্রিয়া চলছে। তার কোন ওয়ারিশ না থাকলে আনজুমান মফিদুলে তার লাশ হস্তান্তর হতে পারে।

রিজন নামে আল-আমিনের বন্ধু জানান, সকাল থেকেই সে বমি করছিলো। সাথে তার জ্বর ছিলো। রাতে ওষুধ খেয়েছিলো।

রাজিব নামে অপর এক বন্ধু বলেন, আল-আমিনের জ্বর থাকার কারনে তার জন্য আমি খাবার আর ওষুধ এনেছি। দুপুরে তার কাপুনি ওঠেছিলো। তবে খাবার-ওষুধ এনেই দেখি সে আর নেই।

তার বন্ধুরা জানান, আল-আমিন ভাঙারি-বোতল কুড়িয়ে জীবন ধারন করতো। মাঝে মাঝে ভাঙারির দোকানেও কাজ করতো। আল-আমিন ড্যান্ডি (এক ধরনের আঠা) নেশায় আষক্ত ছিলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু