২৬ বিমা কোম্পানির বিনিয়োগ বাড়াতে আইডিআরএকে বিএসইসির চিঠি

২৬ বিমা কোম্পানির বিনিয়োগ বাড়াতে আইডিআরএকে বিএসইসির চিঠি
শেয়ারবাজারে অতালিকাভুক্ত ২৬ বীমা কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য ফাইল দাখিল ও ইক্যুইটির ২০ শতাংশ বিনিয়োগে পদক্ষেপ নেওয়ার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষকে (আইডিআরএ) চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৯ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম স্বাক্ষরিত একটি চিঠি আইডিআরএ চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশের শেয়ারবাজার খুচরা বিনিয়োগকারীদের প্রভাব প্রায় ৮০ শতাংশ। বাজারের উন্নয়নের স্বার্থে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আধিপত্য বিস্তার করা উচিত। বীমা কোম্পানীগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে অংশ নিলে দেশে তাদের ব্যবসা ও পুঁজিবাজার উন্নয়নের জন্য সহায়ক হবে।

এতে আরও বলা হয়, পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার কম এমন বিমা কোম্পানিগুলো শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চাইলে ইক্যুইটির কমপক্ষে ২০ শতাংশ বিনিয়োগ করতে হবে। কিন্তু ২৬টি বীমা কোম্পানিগুলি এখন পর্যন্ত নির্দিষ্ট মূল্য পদ্ধতিতে ২০ শতাংশ ইক্যুইটি বিনিয়োগ করেনি।

এসব কোম্পানিকে ২০ শতাংশ বিনিয়োগে উৎসাহিত করতে আইডিআরএকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেছে বিএসইসি।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি মোট ৫৩টি। এর মধ্যে বিএসইসির আইন অনুযায়ী মোট ইক্যুইটির ২০ শতাংশ বিনিয়োগ করেনি এমন কোম্পানি রয়েছে ২৬টি। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার মতে- এই ২৬টি কোম্পানি বর্তমানে সিকিউরিটিজ রুলস অনুযায়ী সর্বনিম্ন ৩ কোটি থেকে ৮ কোটি পর্যন্ত বিনিয়োগের সুযোগ রয়েছে। সেই হিসাবে এই ২৬টি কোম্পানি আরও ১৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ করার সুযোগ আছে। এতে বাজারের তারল্য বৃদ্ধি পাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত