সূত্র মতে, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪ হাজার ৬৮৩ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯০১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৮২ কোটি ১৫ লাখ ২ হাজার টাকার বা ২০ দশমিক ০৫ শতাংশ লেনদেন বেড়েছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৬৭ পয়েন্টে অবস্থান করছে।
গত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৭ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে ২ হাজার ৪৭৪ পয়েন্টে উঠেছে।
অপরদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ বেড়েছে।
ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১৭০টির। আর ৩৫টির দাম ছিল অপরিবর্তিত।
অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ১৫২ কোটি ১৪ লাখ ১ হাজার ৫৭৪ টাকা বা দশমিক ২১ শতাংশ বাজার মূলধন বেড়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫৩ লাখ ৮ হাজার ২৬৩ কোটি ৩৪ লাখ ২ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ৯ হাজার ৪১৫ কোটি ৪৮ লাখ ৪ হাজার টাকায়।