ফরাসি এই ফুটবলারকে নিয়ে ইংল্যান্ড ও ম্যানটেস্টার ইউনাটেডের সাবেক তারকা রিও ফার্ডিনান্ড বলেন, “৩৪ বছর বয়সী বেনজিমা বিশ্বের সেরা ‘নাম্বার নাইন’। সে অন্য এক লেভেলের। সে গোল করে, গোল করায়, মাঠের খেলায় সমন্বয় ঘটায়। ”
চেসলির সাবেক মিডফিল্ডার জো কোল বলেছেন, “বয়স বাড়ার সাথে সাথে বেশ উন্নতি করছে বেনজিমা। এই মুহূর্তে ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে সে অন্যদের চেয়ে বেশ এগিয়ে।”
চলতি মৌসুমে নিজের সেরা ফর্মে আছেন বেনজিমা। স্প্যানিশ ক্লাবটির হয়ে করে চলেছেন একের পর এক গোল। প্রায় প্রতি ম্যাচেই রিয়ালের জয়ে রাখছেন অবদান। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে করেন এগারো গোল। চ্যাম্পিয়নস লিগের এক আসরে যা পারেনি আর কোনো ফ্রেঞ্চ ফুটবলার।
এছাড়া চ্যাম্পিয়নস লিগে চতুর্থ খেলোয়াড় হিসেবে ৮০ গোলের মাইলফলক পার করলেন বেনজিমা। ৮২ গোল করা বেনজিমার সামনে আছে আরও তিন তারকা ফুটবলার। তারা হলেন রবার্তো লেভানদোস্কি (৯২ গোল), লিওনেল মেসি (১২৫ গোল) এবং ক্রিস্তিয়ানো রোনালদো (১৪১ গোল)।