আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ‘নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে’ বিএনপি মহাসচিবের এ অভিযোগের জবাবে কাদের বলেন, ‘বিদেশে আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রীর কোনো প্রভু নেই। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, কারো সঙ্গে বৈরিতা নয়। বঙ্গবন্ধুর নির্দেশিত এ পথেই আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রনীতি পরিচালিত হয়। যেখানে দেশের মানুষের স্বার্থই মূল বিবেচ্য বিষয়।’
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে, জনগণই সব ক্ষমতার উৎস। আওয়ামী লীগ এদেশের মানুষের হৃদয়ে রয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকারের কারো কাছে ধরনা দেওয়ার প্রয়োজন হয় না। দলটি জানে, রাজনীতি করতে হলে জনগণের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন। দেশের মানুষের কল্যাণ কিংবা দেশের স্বার্থ রক্ষায় আপসহীন মনোভাব পোষণ করায় শেখ হাসিনাকে বারবার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি বিদেশ নির্ভরতা, যা দেশবাসী প্রত্যক্ষ করেছে। তাদের নেতা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে পালিয়ে আয়েশে জীবনযাপন করছেন। বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে জালিয়াতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে ফায়দা লোটার অপচেষ্টাও করেছে বিএনপি। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশি-বিদেশি চক্রের যোগসাজশে যেকোনো উপায়ে তারা ক্ষমতা দখল করতে চায়।