গত রাতের ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে টানেলের একটু আগে রোনালদোদের ভিডিও করছিলেন এক কিশোর এভারটন সমর্থক, কিন্তু ম্যাচ হারায় সেটা সহ্য হয়নি রোনালদোর। তিনি এগিয়ে এসে সেই কিশোরের হাতে সজোরে আঘাত করেন। যার ফলে হাত থেকে পড়ে ভেঙ্গে যায় সেই সমর্থকের মুঠোফোন।
এই ঘটনা টুইটার-ফেসবুকে ছড়িয়ে পড়তেই আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়। যা চোখ এড়ায়নি ইউনাইটেড কর্তৃপক্ষেরও। স্কাই স্পোর্টস জানাচ্ছে, এখন বিষয়টি খতিয়ে দেখছে দলটি।
এই ঘটনাটার নিয়ামক হিসেবে কাজ করেছে ইউনাইটেডের মাঠের পারফর্ম্যান্স। প্রতিপক্ষের মাঠ গুডিসন পার্কে কোচ র্যালফ র্যাংনিকের দল হেরেছে ১-০ গোলে। যার ফলে দলটির শীর্ষ চারে থাকার সম্ভাবনাও কমে গেছে অনেকটাই।
এই হারে ৩১ ম্যাচ শেষে ম্যানইউর পয়েন্ট দাঁড়ালো ৫১। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে রোনালদোর দল। ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ম্যানসিটি। সমান সংখ্যক ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।
গোডিসন পার্কে প্রথমার্ধেই ম্যানচেস্টার ইউনাইটেডর জালে বল জড়ায় এভারটন। ২৭ মিনিটে অ্যান্থোনি গর্ডনের দেয়া একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারন করে দেয়। আর তাতেই পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রোনালদোদের।