ধোনির ভুলেই দিশে হারা চেন্নাই

ধোনির ভুলেই দিশে হারা চেন্নাই
আইপিএলের এবারের মৌসুমটা একদমই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথম চার ম্যাচেই হারের মুখ দেখেছে আইপিএলে সবচেয়ে সফল এ দু’দল। মুম্বাইয়ের টানা হারের কারণ হিসেবে দুই বিদেশি খেলোয়াড়কে ছেড়ে দেওয়াকে দেখছেন অনেকে। আর চেন্নাইয়ের এমনটা হওয়ার পিছনে দায় কার? মহেন্দ্র সিং ধোনির সিদ্ধান্তহীনতা!

অন্তত ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী এমনটাই মনে করেন। চেন্নাই সুপার কিংসের ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে শাস্ত্রী বলেন, অধিনায়কত্ব না করার সিদ্ধান্ত ধোনি টিম ম্যানেজমেন্টকে আগে জানালে, চেন্নাই হয়তো ফাফ ডু প্লেসিকে ছেড়ে দেওয়ার সাহস দেখাতো না।

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দলটির নাম চেন্নাই। এর পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। গত মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে ১৬ ম্যাচে ৬ ফিফটিতে ৬৩৩ রান করেন ফাফ। ৪৫.২১ গড়ে তোলা রান এসেছে ১৩৮.২০ স্ট্রাইক রেটে। তবু এবারের মেগা নিলামের আগে এই প্রোটিয়াকে ধরে রাখেনি চেন্নাই। এর পেছনে অবশ্য যুক্তি ছিল। এবারের নিলাম ছিল ভবিষ্যতের জন্য দল গুছিয়ে নেওয়ার। তাই ৩৭ বছর বয়সী ডু প্লেসিকে ধরে রাখেনি দলটি।

রবি শাস্ত্রীর ধারণা, এখানেই বড় ভুল হয়েছে চেন্নাইয়ের। দলটি যখন ভবিষ্যতের পরিকল্পনা করছিল, তখন ধরেই নিয়েছিল অধিনায়কত্বের দায়িত্বে এবারও থাকবেন ধোনি। তাই ডোয়াইন ব্রাভোর মতো আরেক অভিজ্ঞকে ধরে রাখলেও ডু প্লেসিকে ধরে রাখার চিন্তা করেনি। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার দুই দিন আগে ধোনির অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত দলটির একটি দুর্বলতা টের পাইয়ে দিচ্ছে, অধিনায়কত্ব।

গতকাল রাতে সানরাইজার্স হায়দরাবাদের কাছে চেন্নাইয়ের ৮ উইকেটের হারের পর ইএসপিএন ক্রিকইনফোর টি-টোয়েন্টি টাইমআউটে শাস্ত্রী বলেন, “আমি মনে করি, জাদেজার মতো একজন ক্রিকেটারের নিজের খেলায় মন দেওয়া উচিত। চেন্নাই যদি এখন পেছনে যেতে পারত, তাহলে ওরা ফাফ ডু প্লেসিকে ছাড়ত না। ও একজন ম্যাচ জেতানো খেলোয়াড়, চেন্নাইয়ের হয়ে আইপিএল জিতেছে, ওর অনেক অভিজ্ঞতা রয়েছে।”

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়