পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া যৌথ খামার পাড়া এলাকায় পিকআপ ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ বাইক আরোহী নিহত হন। নিহত হলেন মিজানুর রহমান শুভ (২২) এবং মো. ইব্রাহিম (৩৫)।
ঘাগড়া সেনা সেনাবাহিনী তাদের নিজস্ব অ্যাম্বুল্যান্স যোগে চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হলে, মিজানুর রহমান শুভকে মৃত ঘোষণা করে এবং ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত দুজনই ফল ব্যবসায়ী।
এদিকে কাপ্তাইয়ের রাইখালী ফেরি ঘাটে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে, ঘটনাস্থলেই পারুল দাশ (৫০) নামে এক নারী মারা যান। একই দুর্ঘটনায় মহিলার স্বামী মাখন দাশ ও জামাল হোসেন নামে দুজন গুরুতর আহত হয়েছে।
সংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে, বালুবাহী একটি ট্রাক কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটর সাইকেল ও দুটি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি থেকে পারুল দাশ ও তার স্বামী মাখন দাশ ছিটকে পড়ে যান এবং ট্রাকের নীচে পড়ে গুরুতরভাবে আহত হয়।
নিহত পারুল দাশ চট্টগ্রাম মহানগর এলাকার পাথরঘাটা এলাকার বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত হন পারুল দাশের স্বামী মাখন দাশ (৬২) এবং মোটরসাইকেল চালক রাঙ্গুনিয়া উপজেলার কোদালার বাসিন্দা জামাল হোসেন (২৫)।
অপর দুর্ঘটনা ঘটে রাঙ্গামাটির শহরের বনরূপা হ্যাপীর মোড় এলাকায় মন্দির ভবনের কাজ করার সময়। ছাদ থেকে পড়ে গিয়ে মো. আলমগির হোসেন (৫০) নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।