রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
রাঙ্গামাটিতে পৃথক তিনটি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। রোববার বিকালে রাঙামাটির ঘাগড়ায় ও কাপ্তাইয়ের রাইখালী ফেরি ঘাটে সড়ক দুর্ঘটনায় ৩ জন প্রাণ হারায়। এছাড়া শহরের একটি বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে ১ শ্রমিক মারা গেছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া যৌথ খামার পাড়া এলাকায় পিকআপ ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ বাইক আরোহী নিহত হন। নিহত হলেন মিজানুর রহমান শুভ (২২) এবং মো. ইব্রাহিম (৩৫)।

ঘাগড়া সেনা সেনাবাহিনী তাদের নিজস্ব অ্যাম্বুল্যান্স যোগে চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হলে, মিজানুর রহমান শুভকে মৃত ঘোষণা করে এবং ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত দুজনই ফল ব্যবসায়ী।

এদিকে কাপ্তাইয়ের রাইখালী ফেরি ঘাটে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে, ঘটনাস্থলেই পারুল দাশ (৫০) নামে এক নারী মারা যান। একই দুর্ঘটনায় মহিলার স্বামী মাখন দাশ ও জামাল হোসেন নামে দুজন গুরুতর আহত হয়েছে।

সংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে, বালুবাহী একটি ট্রাক কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটর সাইকেল ও দুটি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি থেকে পারুল দাশ ও তার স্বামী মাখন দাশ  ছিটকে পড়ে যান এবং ট্রাকের নীচে পড়ে গুরুতরভাবে আহত হয়।

নিহত পারুল দাশ চট্টগ্রাম মহানগর এলাকার পাথরঘাটা এলাকার বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত হন পারুল দাশের স্বামী মাখন দাশ (৬২) এবং মোটরসাইকেল চালক রাঙ্গুনিয়া উপজেলার কোদালার বাসিন্দা জামাল হোসেন (২৫)।

অপর দুর্ঘটনা ঘটে রাঙ্গামাটির শহরের বনরূপা হ্যাপীর মোড় এলাকায় মন্দির ভবনের কাজ করার সময়। ছাদ থেকে পড়ে গিয়ে মো. আলমগির হোসেন (৫০) নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা