ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৫৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৮৬ কোটি ১০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৪৩ কোটি ৫৬ লাখ টাকার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩.৮৮ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৩৮.৫৬ পয়েন্ট।
ইসলামী শরীয়াহ ভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ৫.০৫ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৫৪.৭৫ পয়েন্ট।
এবং বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসই-৩০’ সূচক ৬.৫৯ পয়েন্ট বা ০.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪৫১.৯১ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির বা ২৩.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৩৪টির বা ৬১.৪২ শতাংশের এবং ৫৬টি বা ১৪.৭০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪০.২৩ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫০৪.০৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। আজ সিএসইতে ২৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।