মঙ্গলবার (১২ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই কমেছে।
ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ আজ ৬৪ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৫৭৪ পয়েন্টে।
বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ কমেছে ২০ পয়েন্ট। আর শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ কমেছে ১১ পয়েন্ট।
সব সূচকের পতনের দিনে ডিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে। আজ এক্সচেঞ্জটিতে ৫৩২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (সোমবার) লেনদেন হয়েছিল ৫৫৭ কোটি ৪৬ লাখ টাকা।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৩৭টি প্রতিষ্ঠানেরই শেয়ার কমেছে, বেড়েছে মাত্র ১৮টির। বাকি ২৩টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।