রাজধানীতে মানবপাচার চক্রের হোতাসহ গ্রেফতার ৪

রাজধানীতে মানবপাচার চক্রের হোতাসহ গ্রেফতার ৪
রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকা থেকে সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারক চক্রের অন্যতম হোতাসহ চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা ও টিকিট তৈরির জন্য ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়।

শুক্রবার (১৫ এপ্রিল) রাতে রামপুরা ও হাতিরঝিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-৩ সদস্যরা।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, একটি সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারক চক্র দীর্ঘদিন ধরে উচ্চ বেতনে দেশের বাইরে জনবল পাঠানোর কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ চক্রের অন্যতম হোতাসহ চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা ও টিকিট তৈরির জন্য ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়।

প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে আগামীকাল শনিবার (১৬ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়