মার্শকে হাসপাতালে ভর্তি, ফিজের দিল্লির খেলা নিয়েই শঙ্কা

মার্শকে হাসপাতালে ভর্তি, ফিজের দিল্লির খেলা নিয়েই শঙ্কা
দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনা ভীতি বেড়েই চলছে। আগেই জানা গিয়েছিল, করোনায় আক্রান্ত হয়েছিলো দলটির বিদেশী তারকা মিচেল মার্শ। শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়েছে এ ক্রিকেটারকে। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। দলের মেডিকেল টিম মার্শের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে।

সূত্রের খবর, মার্শের শরীরে করোনার উপসর্গ রয়েছে। সিটি ভ্যালু ১৭। তাই কোনো ঝুঁকি না নিয়ে মিচেল মার্শকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে।

দিল্লি টিম কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মিচেল মার্শের কোভিড -১৯ পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। এর জেরে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লি ক্যাপিটালস মেডিক্যাল টিম মার্শের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দিল্লি ক্যাপিটালস বায়ো-বাবলের আরও কয়েকজন সদস্য, সহকারী সাপোর্ট স্টাফরাও পজিটিভ হয়েছেন। যদিও তারা সবাই উপসর্গহীন। তাদের পরিস্থিতির উপরেও ফ্র্যাঞ্চাইজি নিবিড়ভাবে নজর রাখছে।’

দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘বায়ো বাবলের বাকি সদস্যরা বর্তমানে তাদের নিজেদের ঘরে আইসোলেশনে রয়েছেন এবং তাদের নিয়মিত পরীক্ষা করা হবে।’

এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের মোট তিনজনের কোভিড পজিটিভ রেজাল্ট এসেছে। মার্শ ছাড়াও, ফিজিও প্যাট্রিক ফারহার্ট এবং একজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া দিল্লি ক্যাপিটালসের টিম হোটেলের তিনজন স্টাফও করোনা পজিটিভ বলে খবরে প্রকাশ। সোমবারের আরটি-পিসিআর পরীক্ষায় অবশ্য দিল্লির বাকি খেলোয়াড়দের করোনার রেজাল্ট নেগেটিভ এসেছে।

প্রথমে দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট স্টাফদের মধ্যে ফিজিও প্যাট্রিক ফারহার্টও করোনা আক্রান্ত হন। ফারহার্টের পর মার্শের পরীক্ষার ফল পজিটিভ আসে। যার ফলে সোমবার দিল্লি ফ্যাঞ্চাইজির পুনের যাওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। সাবধানতা হিসেবে দলের সব সদস্যকে হোটেলে নিজেদের ঘরে আইসোলেশনে রাখা হয়েছে।

দিল্লি শিবিরে করোনা আতঙ্কের সঙ্গে সঙ্গে আইপিএলের ম্যাচ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে থাকা দিল্লির পরের দুটো ম্যাচ মাঠে গড়াবে কিনা সেটা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়