সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই বেড়েছে। প্রধান সূচক ‘ডিএসই এক্স’ আজ ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩০ পয়েন্টে।
এর আগের দুইদিনের বড় পতনের কারণে প্রধান সূচক ১০৩ পয়েন্ট হারিয়েছিল। এর মধ্যে গতকাল (সোমবার) হারিয়েছিল ৭২ পয়েন্ট।
মঙ্গলবার প্রধান সূচকের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও বৃদ্ধি পেয়েছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ ২৬ পয়েন্ট বেড়েছে। আর শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ বেড়েছে ১৪ পয়েন্ট।
পতনের রেশ কাটিয়ে আজ সূচককে উত্থানে ফেরানোর প্রধান ভূমিকায় ছিল ইউনাইটেড পাওয়ার গ্রিড এবং ওয়ালটন। এ দুই কোম্পানির শেয়ারদর বৃদ্ধির কারণে আজ ডিএসইর সূচক পেয়েছে ১১ দশমিক ৬৫ পয়েন্ট।
বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি এবং স্কয়ার ফার্মা মিলে সূচকে যোগ করেছে আরও ১০ দশমিক ১৮ পয়েন্ট।
রবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইস্টার্ন ব্যাংক এবং জিপিএইচ ইস্পাত মিলে যোগ করে আরও ৬ দশমিক ২ পয়েন্ট।
এই দশ কোম্পানির কারণে সূচক পেয়েছে মোট ২৮ দশমিক ০৮ পয়েন্ট।
আইসিবি, বেক্সিমকো সুকুক, বেক্সিমকো, আইপিডিসি ফাইন্যান্স, পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, জেনেক্স ইনফোসিস, মার্কেন্টাইল ব্যাংক এবং এবি ব্যাংক আজ সূচকের আরও বড় উত্থানে বাধা ছিল। কোম্পানিগুলোর কারণে সূচক হারিয়েছে ৪ দশমিক ১৪ পয়েন্ট।
সূচকের উত্থানের দিনে ডিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকা। এর আগে গতকাল ৩৯০ কোটি ৩৮ লাখ টাকা।
সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর আজ বেড়েছে, কমেছে ১৩২টির। আর বাকি ৫১টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।