ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের দুপুর ২.৩০ মিনিটে , শ্যামপুর সুগারের দুপুর ২.০৫ মিনিটে, সোনারগাঁও টেক্সটাইলের বিকাল ৩টায়, ইবনে সিনার বিকাল ৩টায়, বিবিএস কেবলসের বিকাল ৪.৩০ মিনিটে, বিডি অটোকার্সের বিকাল ৪টায়, বিবিএসের বিকাল ৫.৩০ মিনিটে, আরএকে সিরামিকের দুপুর ২.৩০ মিনিটে, ইউনাইটেড ফাইন্যান্সের দুপুর ২টায় এবং মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া শ্যামপুর সুগার, সোনারগাঁও টেক্সটাইল, ইবনে সিনা, বিবিএস কেবলস, বিডি অটোকার্স, বিবিএস, আরএকে সিরামিক, ইউনাইটেড ফাইন্যান্স ও মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।