ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের কার্যদিবস প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬.২০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ১৩.৫৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
আজ ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংকের ৪.৯৭ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৪.১৬ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৪.০৮ শতাংশ, বিআইএফসির ৪.০৫ শতাংশ, আইএফআইসি ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩.০৭ শতাংশ, ফরচুন সুজের ৩.০৩ শতাংশ, দুলামিয়া কটনের ৩ শতাংশ এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৬৩ শতাংশ কমেছে।