রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থান করছে।
প্রধান সূচকের সঙ্গে আজ বাছাই করা কোম্পানিগুলোর সূচকও বেড়েছে। এদিন ‘ডিএসই ৩০’ বেড়েছে ৮ পয়েন্ট। তবে শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ আজ ৩ পয়েন্ট কমেছে।
রোববার ডিএসইতে আগের কার্যদিবসের (বৃহস্পতিবার) তুলনায় লেনদেন বেড়েছে। আজ এক্সচেঞ্জটিতে ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল৭৫৪ কোটি ৭ লাখ টাকা।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে মোট ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২০০ কোম্পানির শেয়ারদরই আজ বেড়েছে, কমেছে ১৪২টির। বাকি ৩৯টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।