দেশের পুঁজিবাজারে আবারও সূচকের পতন

দেশের পুঁজিবাজারে আবারও সূচকের পতন
দেশের পুঁজিবাজারে সোমবার আবারও পতন হয়েছে। এদিন সব সূচক কমেছে। একই সাথে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ সিকিউরিটিজের দরও কমেছে। এর আগে টানা চার কার্যদিবস সূচকের উত্থান হয়েছিলো।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৩২ পয়েন্ট বা ০.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৬.৯১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৯০ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.৫৫ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৪.৬৩ পয়েন্টে এবং দুই হাজার ৪৭৬.৫৭ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ৩০২ কোটি ৮৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির বা ২৯.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২২২টির বা ৫৮.৭৩ শতাংশের এবং ৪৩টির বা ১১.৩৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৬.৫৯ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬০৯.৩৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। আজ সিএসইতে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত