ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক ও কোচ চূড়ান্ত!

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক ও কোচ চূড়ান্ত!
চলতি সপ্তাহেই বেন স্টোকসকে ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করা হবে। প্রকাশ করা হবে নতুন টেস্ট কোচ গ্যারি কারস্টেনের নামও। যুক্তরাজ্যের জনপ্রিয় গণমাধ্যম 'ডেইলি মেইল'-এর প্রতিবেদনে এসেছে এমন তথ্য।

তারা জানিয়েছে, মঙ্গলবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি জরুরী বৈঠক সেরেছেন বেন স্টোকসের সঙ্গে। সেই বৈঠকেই চূড়ান্ত হয়ে গেছে অনেক কিছু।

গত ১৫ এপ্রিল জো রুট ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পরই সহ-অধিনায়ক বেন স্টোকসের নামটি সামনে চলে আসে। রব কি'র সঙ্গে স্টোকসের বৈঠকের পর ব্যাপারটা নিশ্চিত হলো আরও।

এদিকে ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান গ্যারি কারস্টেনের নিয়োগও প্রায় নিশ্চিত বলে জানা গেছে। বর্তমানে আইপিএলের দল গুজরাট টাইটান্সের সঙ্গে ব্যস্ত থাকা এই কোচ ইংল্যান্ডের দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন।

বুধবার লর্ডসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন রব কি। দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনেই নতুন অধিনায়ক ও কোচের নামটি ঘোষণা করার কথা তার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়