আবারও সেঞ্চুরির দেখা পেলেন তামিম

আবারও সেঞ্চুরির দেখা পেলেন তামিম
টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন তামিম ইকবাল। আগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার আবারও সেঞ্চুরি এলো তার ব্যাট থেকে।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে খেলতে নেমে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তামিম ইকবাল। ১৩২ বল খেলে ১৩টি বাউন্ডারি এবং ৬টি ছক্কায় এই ইনিংস সাজান তিনি।

বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তামিম-বিজয়ের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়কে নিয়ে ২১৫ রানের বিশাল জুটি গড়ে তোলেন তামিম ইকবাল।

বিজয়ের জন্য দুর্ভাগ্য। মাত্র ৪ রানের জন্য তিনিও টানা দ্বিতীয় সেঞ্চুরি মিস করলেন। একেএম হুসনা হাবিব মেহেদীর বলে তিনি যখন বোল্ড হয়ে যান, তখন নামের পাশে শোভা পাচ্ছিল ৯৬ রান। ৮৫ বল খেলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় এই রান করেন তিনি।

তবে তিনিই প্রথম নন। ২১৫ রানের উদ্বোধনী জুটি গড়ার পর প্রথম আউট হন তামিম ইকবাল। ১৩২ বলে ১৩৭ রান করার পর প্রথম ব্যাটার হিসেবে তামিমের উইকেট তুলে নেন আরাফাত সানি। তামিম ক্যাচ দেন রাকিবুল আতিকের হাতে। এরপর মুমিনুল হকের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন বিজয়। মুমিনুল আউট হন ২০ রান করে। মোহাম্মদ মিঠুনের সঙ্গে ১১ রানের জুটি গড়ে আউট হন বিজয়।

রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন তামিম আর বিজয়। ৮১ বলে ১০৯ রানের ইনিংস খেলেন তামিম এবং ৮৪ বলে ১১২ রান করেছিলেন এনামুল হক বিজয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়