ডিএসইর দেওয়া তথ্য মতে, আজ এক্সচেঞ্জটির প্রধান সূচক 'ডিএসই এক্স' ১২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৬৪৩ পয়েন্টে অবস্থান করছে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএসই ৩০' ৭ পয়েন্ট এবং শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক 'ডিএসই এস' ৩ পয়েন্ট কমেছে।
সূচকের পতনের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে মোট ৪৬৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ( ২৮ এপ্রিল) লেনদেন হয়েছিল ৮৬৯ কোটি ৮১ লাখ টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছ ১৪২টির, কমেছে ১৮৭টির। বাকি ৫১টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।