বৃহস্পতিবার (৫ মে) সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঢাকা ফেরার চিত্র। নৌপথ ছাড়াও অনেকে আবার সড়ক অথবা রেলপথে ফিরছেন।
সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়, ঢাকাফেরা মানুষের ভিড়। তাদের কেউ বন্ধু-বান্ধবের সঙ্গে ফিরছেন। আবার কেউ ফিরছেন পরিবার নিয়ে। কারও সঙ্গে রয়েছে বাড়ি থেকে নিয়ে আসা বিভিন্ন জিনিসপত্রের ব্যাগ। তবে লঞ্চের মাধ্যমে ঢাকামুখী এ যাত্রায় এখনো কোনো অনিয়ম বা বড় ধরনের ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি।
চাঁদপুর থেকে আসা ‘এমভি রহমত’ নামের একটি লঞ্চ সদরঘাটে আসে বিকেল ৩টায়। লঞ্চটিতে গতকালের চেয়ে তুলনামূলক কিছুটা বেশি ভিড় ছিল।
এ লঞ্চের যাত্রীরা বলেন, যাদের আজ অফিস রয়েছে তারা গতকাল ও সকালে ঢাকায় ফিরেছেন। আগামী শুক্র-শনিবার দুদিন সাপ্তাহিক বন্ধ। ফলে এ দুদিন থাকবে বেশি চাপ।
এদিকে সদরঘাট দিয়ে বাড়ি যাওয়া যাত্রীর সংখ্যা খুব কম দেখা গেছে। লঞ্চ কর্মকর্তারা জানান, ঈদযাত্রার দুদিন পর মানুষ তেমন বাড়ি যাচ্ছে না। এখন সবাই ফিরছে।
গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি।
ছুটি শেষে বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছেন অনেকে। এদিন সরকারি-বেসরকারি অফিস এবং ব্যাংক খুলতে দেখা গেছে। তবে পুরোদমে ফেরেনি কর্মচাঞ্চল্য। শুক্র (৬ মে) ও শনিবার (৭ মে) সাপ্তাহিক ছুটি। এই ছুটি শেষে রোববার (৮ মে) থেকে রাজধানী ফিরে যাবে আগের রূপে।