টিকা সংগ্রহ করে ২০ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে: তথ্যমন্ত্রী

টিকা সংগ্রহ করে ২০ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে: তথ্যমন্ত্রী
করোনাভাইরাসের টিকা সংগ্রহ করে ২০ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (বাউস) আয়োজিত ১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। গতকাল কক্সবাজার শহরের কাছে উখিয়ার পাটোয়ারটেক সৈকতের তারকা হোটেল রয়েল টিউলিপ বিচ পার্লের সম্মেলনকক্ষে এ সম্মেলন হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসকেরা অনেক মেধাবী, তাঁরা যেভাবে মনোনিবেশ করতে পারেন অন্য দেশের চিকিৎসকেরা তা পারেন না। চিকিৎসকেরা সচেষ্ট থাকলে বিদেশ থেকে এ দেশে চিকিৎসা নিতে আসবেন মানুষ। চিকিৎসা নিতে বাইরের দেশে যাওয়ার প্রবণতা কমে আসবে।

বাউস সভাপতি হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খোরশেদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সানাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব এহেতাশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) সাইফ উদ্দীন আহমেদ।

সম্মেলনের লক্ষ্য তুলে ধরে বক্তব্য দেন বাউসের মহাসচিব তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন, ইউরোলজি সোসাইটি ইন্ডিয়ার সভাপতি রাবিন্দ্র বালাচন্দ্র সাবনিস।

‘কিডনি দান করুন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, যুক্তরাষ্ট্রের ১০ জনসহ ৩৪২ জন বিশেষজ্ঞ ইউরোলজি চিকিৎসক অংশ নেন। কিডনি চিকিৎসার আধুনিকায়ন, কিডনিদানে উৎসাহ ও সচেতনতা বাড়াতে আয়োজিত তিন দিনের এ সম্মেলন শেষ হবে আগামীকাল শনিবার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু