সূত্র মতে, কোম্পানিাটি সাত বছর মেয়াদী নন-কনভার্টেবল আনসিকিউরড ফুল্লি-রিডম্বেল ফ্লোটিং রেট ‘এসজিআইবিএল তৃতীয় মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড’ ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ৫০০ কোটি টাকা উত্তোলন করবে।
ব্যাসেল III এর অধিনে টায়ার -II মূলধন শক্তিশালি করনে এই বন্ড ইস্যু করবে কোম্পানিটি।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের সাপেক্ষে এই বন্ড ইক্যু করবে কোম্পানিটি।