সূত্র মতে, আগের কার্যদিবস ইমাম বাটনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৮ টাকা ৯০ পয়সায়। সোমবার (৯ মে) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৫৬ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৯২ শতাংশ কমেছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইসিবি ইসলামিক ব্যাংক আজ ৪ দশমিক ৫৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পূবালী ব্যাংকের শেয়ারদর কমেছে ৩ দশমিক ৯৭ শতাংশ।
এছাড়াও লুজার তালিকার শীর্ষ দশে থাকা জেনেক্সের ৩ দশমিক ৪৯ শতাংশ, কপারটেকের ৩ দশমিক ৪৬ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৩ দশমিক ২৪ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ২২ শতাংশ, আইপিডিসির ২ দশমিক ৯৩ শতাংশ, লাভেলোর ২ দশমিক ৬৩ শতাংশ এবং ইস্টার্ন ব্যাংকের শেয়ারদর ২ দশমিক ৩৫ শতাংশ কমেছে।