মানুষের আয় বাড়ায় ঈদে বেশি বেচাকেনা হয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মানুষের আয় বাড়ায় ঈদে বেশি বেচাকেনা হয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আয় বৃদ্ধিতে এবার ঈদে হাট-বাজারে বেশি বেচাকেনা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার হয়েছে। যা টাকার হিসেবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। এটা বাস্তাবে ঠিক আছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের হিসেবে মাথাপিছু আয় ঠিক আছে। আয় বৃদ্ধিতে এবার ঈদে হাট-বাজারে বেশি বেচাকেনা হয়েছে। গ্রামেও প্রত্যেকের হাতে মোবাইল। খালি পায়ে কেউ নেই। রিয়েল আয় বেড়েছে।

প্রতিমন্ত্রী বলেন, গ্রামে মূল্যস্ফীতি বেশি কারণ গ্রামে ডিমান্ড বেশি। সেখানে শ্রমিকের ঘাটতি আছে। গার্ন্টেসগুলো নারী শ্রমিক পাচ্ছে না।’

বৈষম্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই বৈষম্য আছে। তবে ধীরে ধীরে বৈষম্য কমে আসবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ