সূত্র মতে, আমান ফিড চুক্তি অনুযায়ী ফিড উৎপাদনের সব কাঁচামাল সরবরাহ করবে। কোম্পানিটি মাসে ৬ হাজার মেট্রিক টন ফিনিশড ব্রয়লার অ্যান্ড লেয়ার ফিড উৎপাদন করবে; যা আগামীকাল ১২ মে থেকে কারযকর হবে।
কোম্পানিটি ১ বছরের জন্য এই খাবার উৎপাদন করবে। আমান ফিড এই ফিড দেশের বিদ্যমান নেটওয়ার্কসের মধ্যে বিক্রি করবে।
কোম্পানি দুইটির চুক্তির পর সর্বোচ্চ বিক্রয় ৭২ হাজার মেট্রিক টন পরযন্ত বাড়তে পারে। কোম্পানিটির টাকার অংকে বিক্রির পরিমাণ বাড়বে ৩৪৫ কোটি টাকা। আর মুনাফা হবে ১০ কোটি টাকা।