বুধবার ডিএসইতে ১ হাজার ১৩৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২২ কোটি ৩৭ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ১ হাজার ২৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪২০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৩২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২২৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।