সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) পক্ষ থেকে জানানো হয়, বিও হিসাবটি ২০১৮ সালের জুনে বন্ধ হয়ে গেছে। কীভাবে বন্ধ বিও হিসাব থেকে বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করা হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসংবাদকে বলেন, উক্ত ব্রোকারেজ হাউজকে চিঠির মাধ্যমে ব্যাখ্যা তলব করা হয়েছে। তাদের জবাব সন্তোষজনক না হলে এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, এরমধ্যে বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছে এমন দুটি প্রতিষ্ঠানকে শোকজ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মুলত পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ হাউস ও বহুজাতিক ব্যাংক এইচএসবিসিকে শোকজের আওতায় এনেছে বিএসইসি।