ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানিটির লেনেদেন হয়েছে ৩ কোটি ৮৭ লাখ ৮৩ হাজার টাকার।
ফরচুন সুজ ব্লক মার্কেটে লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। আজ কোম্পানিটির লেনেদেন হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার টাকার।
তালিকায় তৃতীয় অবস্থানে ইন্দো-বাংলা ফার্মা। আজ কোম্পানিটির লেনেদেন হয়েছে ২ কোটি ২৪ লাখ ৮৩ হাজার টাকার।
এছাড়া, সালভো কেমিক্যালের ১ কোটি ২ লাখ ২০ হাজার টাকার, রিপাবলিকের ৯৯ লাখ ৯৯ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৭২ লাখ ৮৯ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ৭১ লাখ ৬৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৬৪ লাখ ৪৪ হাজার টাকার, এসিআই ফর্মুলার ৪৫ লাখ ৯১ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৪৪ লাখ ৯৭ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ৩৩ লাখ ১৩ হাজার টাকার, পিপল ইন্স্যুরেন্সের ৩৩ লাখ টাকার, পদ্মা লাইফের ২৭ লাখ ৮০ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২৬ লাখ ৩৬ হাজার টাকার, আইপিডিসির ২৪ লাখ ৯২ হাজার টাকার, সানলাইফ ইন্স্যুরেন্সের ২১ লাখ ৭১ হাজার টাকার, অ্যাডভেন্টের ডেল্টা লাইফের ১৫ লাখ ১২ হাজার টাকার, ডেল্টা লাইফের ১৩ লাখ ৬৪ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ১৩ লাখ টাকার, আলহাজ টেক্সটাইলের ৯ লাখ ৩৫ হাজার টাকার, সিলভা ফার্মার ৫ লাখ ১৭ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৫ লাখ ১৩ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।